শুক্রবার ১৪ মার্চ ২০২৫ - ১১:৪৬
কারো প্রকাশ্য ত্রুটির নিন্দা করা কি যায়েজ?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা “কোনো মুমিনের ত্রুটি সম্পর্কে অবগত ব্যক্তির কাছে (ঐ মুমিনের) নিন্দা করা” সম্পর্কিত একটি প্রশ্নের জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী’র উত্তরটি আগ্রহী পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:

মুমিন সম্পর্কে অবগত ব্যক্তির কাছে (ঐ মুমিনের) নিন্দা করা বিষয়ক শরিয়তের হুকুম:

প্রশ্ন: মুমিনের দোষ এমন ব্যক্তির কাছে বলা কিহারাম, যিনি ইতিমধ্যে সেই দোষ সম্পর্কে অবগত? 

উত্তর: যদি দোষ বর্ণনা এমনভাবে করা হয়- যা ‘অপমানজনক’ বলে বিবেচিত হয় বা (তা) এমন লোকদের মধ্যে তা ছড়িয়ে পড়ার আশংকা থাকে- যারা এই দোষ সম্পর্কে অবগত নয়, তাহলে তা জায়েজ নয়। 

প্রয়োজনীয় ব্যাখ্যা: এই ফতোয়া অনুযায়ী, মুমিনের দোষ এমন ব্যক্তির কাছে বলা- যিনি ইতিমধ্যে তা জানেন, তা তখনই হারাম বলে বিবেচিত হয়; যখন তা অপমানজনক হয় বা অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই ইসলামে গিবত (পরনিন্দা) থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে যখন তা অন্যের সম্মানহানি বা সমাজে অশান্তি সৃষ্টির কারণ হতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha